আগলা চৌকিঘাটা জন মঙ্গল উচ্চ বিদ্যালয় batch 2001
আজ জানতে পারলাম তোর নাকি জন্মদিন। শুনে অসুস্থমনটা সুস্থ হয়ে গেছে। আর আমি একজন সাধারণ মানুষ,আর তোরা আমার চোখে অসাধারন তাই দেওয়ার মত কিছুই নাই এই সাধারন মানুষটার কাছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভ হোক তোর আগামীর পথচলা। জানি শুভ জন্মদিন বন্ধু কথাটি কঠিন আবেগের। কে না চায় বন্ধুদের জন্মদিনে – শুভ জন্মদিন বন্ধু কথাটি বলতে! আমি চাই আমার বন্ধু দিন নয়, মাস নয়, বছরও নয়, হাজার বছর বেঁচে থাকুক। আমাদের রাগ, অভিমান ও ভালোবাসায় বন্ধুত্বের বন্ধন অটুট থাকে এ আশাই রইল।
পোষ্ট by: milton ahmed/md israfil




No comments