- :-:ব্রেকিং নিউজ:-: -

-:-ব্রেকিং নিউজ-:----দৈনিক ঢাকা.২৪ অনলাইন নিউজ পোর্টালে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা,জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় ও প্রবাসী পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহীরা যোগাযোগ করুন। তার নাম ও ছবিসহ নিউজ প্রচার করা হবে।। DHAKA.24(দোহার নবাবগঞ্জ এর খবর)****অভিনন্দন নির্মল রঞ্জন গুহ সভাপতি, আওয়ামী সেচ্ছাসেবকলীগ। আফজাল বাবু সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবকলীগ।
নবাবগঞ্জঃ মরিচা তুলসিখালী ব্রীজে টোল আদায় বন্ধ করা হোকঃ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীঃ “ এ চিঠি পাবেন কি-না জানি না”। মাননীয় মন্ত্রী, দোহার-নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে শশ্রদ্ধেয় সালাম গ্রহন করিবেন। শত ব্যস্ততার মাঝেও আপনি যেভাবে সাড়া বাংলাদেশে চষে বেড়ান-আমরা অত্যন্ত আশান্বিত। যোগাযোগ খাতে একটি আমুল পরিবর্তন আমরা লক্ষ্য করিতেছি। আপনার বিভিন্ন স্থানে ঝটিকা সফর আপনার মন্ত্রনালয়ের কাজের গতিকে তরান্বিত করিতেছে-এক বাক্যে আমরা স্বীকার করি। মাননীয় মন্ত্রী অনেক সাধনার ফসল এই তুলসীখালী ও মরিচা ব্রীজ। আমরা যুগের পর যুগ শুধু অপেক্ষাই ছিলাম কখন সরাসরি ঢাকার সাথে আমাদের যোগাযোগ হইবে। সাবেক মন্ত্রী নাজমুল হুদা সাহেব যখন যোগাযোগ মন্ত্রী তখন ব্রিজটি তৈরী হয়েছে। ব্রীজের বয়সও প্রায় এক যুগ হয়ে এলো। বর্তমানে দোহার-নবাবগঞ্জ এর এই রোড অত্যন্ত গুরুত্বপূন্য হয়ে দেখা দিয়েছে। দোহার-নবাবগঞ্জ, মানিকগঞ্জ এবং পদ্মার ঐ পারের ফরিদপুরের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। মাননীয় মন্ত্রী আপনি নিজেও একাধিকবার ঝটিকা সফরে গিয়েছেন। যত সামান্র্য টোল প্রত্যাহারের ব্যবস্থা করা যায় কি-না মাননীয় মন্ত্রী একটু ভেবে দেখবেন। মাঝে মধ্যেই এই টোল সংগ্রহের জন্য যান জটের সৃষ্টি হয়। তাহাছাড়া অনেক দিনতো হইলো- এবার তো শেষ হওয়ার পালা। কিন্তুু না। দিনের পর দিন নিয়েই যাইতেছে। যদি সরকারের একটু ক্ষতিও হয় তবুও আমরা দোহার -নবাবগঞ্জবাসী পক্ষ থেকে বলবো মওকুফ করে দিন। বিষয়টি নিয়ে এলাকাবাসীল পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন পালন করা হয়েছে।একবার ধর্মঘটও পালন করা হয়েছে। আপনার উদ্যোগে বুড়িগঙ্গা ২য় সেতুর টোল মওকুফ হয়েছে। সেইজন্য মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। আমরা এলাকাবাসী আশা করি আপনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবেন। মাননীয় মন্ত্রী আপনাকে সম্মরন করে দিতে চাই আমাদের এই অঞ্চলে পাবলিক গাড়ীর চালকগণ অত্যন্ত দক্ষ যার ফলে সড়ক দূর্ঘটনার পরিমানও কম। পরিশেষে এলকাবাসীর পক্ষ থেকে আপনার দীর্ঘায়ূ জীবন কামনা করি....(রিংকু)আগলা ।

No comments

Powered by Blogger.