- :-:ব্রেকিং নিউজ:-: -

-:-ব্রেকিং নিউজ-:----দৈনিক ঢাকা.২৪ অনলাইন নিউজ পোর্টালে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা,জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় ও প্রবাসী পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহীরা যোগাযোগ করুন। তার নাম ও ছবিসহ নিউজ প্রচার করা হবে।। DHAKA.24(দোহার নবাবগঞ্জ এর খবর)****অভিনন্দন নির্মল রঞ্জন গুহ সভাপতি, আওয়ামী সেচ্ছাসেবকলীগ। আফজাল বাবু সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

যেসব পুলিশ সদস্য নিজেদের বাদশা মনে করেন আর জনগণকে প্রজা মনে করেন তারা ডিএমপিতে চাকররি করতে পারবেন না।

বাহিনীর সদস্যদের সাধারণ মানুষদের সঙ্গে আচরণের বিষয়ে সতর্ক করেছেন ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেসব পুলিশ সদস্য নিজেদের বাদশা মনে করেন আর জনগণকে প্রজা মনে করেন তারা ডিএমপিতে চাকররি করতে পারবেন না। শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শফিকুল ইসলাম বলেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত সবকিছুই সরকার দিচ্ছে। এমনকি আমার সন্তানের লেখাপড়া ও পেটের রুটিরুজি সবকিছুই তাদের টাকায় হচ্ছে। অথচ, পুলিশের কিছু কর্মকর্তাদের ভেতরে ভাবটা এমন থাকে যে, তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা।’ তিনি বলেন, ‘আমি পরিষ্কার বলে দিতে চাই, এই বোধ নিয়ে কেউ ঢাকা মেট্রেপলিটন পুলিশে চাকরি করতে পারবেন না। প্রতিটি মানুষকে তাদের প্রাপ্ত সম্মান ও শ্রদ্ধা দিতে হবে।’

No comments

Powered by Blogger.