- :-:ব্রেকিং নিউজ:-: -

-:-ব্রেকিং নিউজ-:----দৈনিক ঢাকা.২৪ অনলাইন নিউজ পোর্টালে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা,জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় ও প্রবাসী পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহীরা যোগাযোগ করুন। তার নাম ও ছবিসহ নিউজ প্রচার করা হবে।। DHAKA.24(দোহার নবাবগঞ্জ এর খবর)****অভিনন্দন নির্মল রঞ্জন গুহ সভাপতি, আওয়ামী সেচ্ছাসেবকলীগ। আফজাল বাবু সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

গ্রুপের গৃহিনীদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন -👇👇

#মধুর_বাপ
গ্রুপের গৃহিনীদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন -👇👇
(১) এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে
এজন্য কাপড় ভেজানো পানিতে লবন ছড়িয়ে দিন
এক কাপড়ের রং অন্য কাপড়ে আর লাগবে না।
(২) আয়না চকচকে করতে ভেজা আয়না শুকনো
পত্রিকার পাতা দিয়ে হালকা করে ঘষে নিন দেখুন গ্লাস
ক্লিনার লাগবে না। চকচক করবে আয়না।
(৩) বাসনের বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট
ব্যবহার করুন আর ম্যাজিক দেখুন।
(৪) ঘরে ফ্রিজ নেই অথচ পেয়াজঁ দীর্ঘদিন
সংরক্ষন করতে হবে? তবে চিন্তা নেই পেয়াজেঁর
খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন ভালো
থাকবে।
(৫) আলু আর পেয়াজঁ এক সাথে স্টোর করবেন না,
আলু দ্রুত নষ্ট হয়ে যাবে।
(৬) রান্না করার সময় তরকারিতে লবন বেশি হয়ে
গেলে, এক টুকরো আলু ছেড়ে দিন আলু
অতিরিক্ত লবন চুষে নেবে।
(৭) তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি
ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে।
(৮) তরকারিতে বেশি তেল ঢেলে দিয়েছেন?
সমস্যা নেই! কয়েক টুকরো বরফ ঠান্ডা তরকারিতে
ছেড়ে দিন। বরফ তেল চুষে নিবে। সাথে সাথে
বরফ গুলো উঠিয়ে ফেলে দিন।
(৯) ফ্রিজে বাজে গন্ধ লাগলে এক টুকরো লেবু
কেটে ফ্রিজে রেখে দিন। বাজে গন্ধটা আর
থাকবে না। লেবু ফ্রিজে ভালো গন্ধ ছড়াবে।
(১০) চাউলে যাতে পোকা না ধরে, এজন্য কয়েকটা
নিম পাতা চালের পাত্রে রেখে দিন। পোকা ধরবে
না।
#W

No comments

Powered by Blogger.