নবাবগঞ্জের কৃতি সন্তান,সাবেক সিনিয়র সচিব জনাব হেদায়েতুল্লাহ আল মামুন জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান
MD SHARIFUL...........
সাবেক সিনিয়ন সচিব জনাব হেদায়েতুল্লাহ আল মামুনকে রাষ্ট্রয়াত্ব জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষৃদের পরিচালক ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল অর্থৃ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়।
জনাব হেদায়েতুল্লাহ আল মামুন অর্থৃ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি তথ্য, সংস্কৃতি, বিমান পরিবহন ও পর্যৃটন মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনরে সদস্য হিসাবেও সরকারের গুরুত্বপূন্য সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছে। বিসিএস 1982 সালে নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মৃকর্তৃা 1959 সালে 05 অক্টোবর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জন্মগ্রহন করেন। 2009 সালের 08 আগষ্ট তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং 2014 সালের 06 জুলাই জৈষ্ঠ্য সচিব হন।-=======================================================
source rana vai
No comments