- :-:ব্রেকিং নিউজ:-: -

-:-ব্রেকিং নিউজ-:----দৈনিক ঢাকা.২৪ অনলাইন নিউজ পোর্টালে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা,জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় ও প্রবাসী পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহীরা যোগাযোগ করুন। তার নাম ও ছবিসহ নিউজ প্রচার করা হবে।। DHAKA.24(দোহার নবাবগঞ্জ এর খবর)****অভিনন্দন নির্মল রঞ্জন গুহ সভাপতি, আওয়ামী সেচ্ছাসেবকলীগ। আফজাল বাবু সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

নিচের ছবির বাচ্চাটার নাম জিসান, সে চট্রগ্রাম রেলওয়ে স্টেশনে সবার কাছে টাকা চাচ্ছে







নিচের ছবির বাচ্চাটার নাম জিসান, সে চট্রগ্রাম রেলওয়ে স্টেশনে সবার কাছে টাকা চাচ্ছে।কেউ ২ টাকা, কেউ ৫ টাকা দিচ্ছে।একসময় দেখলাম সে ক্লান্ত হয়ে বসে পড়লো এবং টাকা গোনা শুরু করলো কিন্তু কোন ভাবেই হিসাব মিলাতে পারছেনা, আমি গুনতে সাহায্য করলাম। সবমিলিয়ে ২৭ টাকা হয়ছে কিন্তু বিপত্তি বাঁধল তারপর, এখন সে টাকা কোথায় রাখবে তার প্যান্টের কোন পকেট নাই টাকা গুলো ছোট্ট হাতে রাখতে জিসানের খুব কষ্ট হয়ে যাচ্ছে।দেখে খুব মায়া হলো, আর তার পোশাকগুলো যথেষ্ট নোংরা ছিল।এই বয়সের একটা বাচ্ছা এমন পোশাক পরে থাকলে এমনিতেই অসুস্থ হয়ে যাবে।তাকে নিয়ে গেলাম মার্কেটে, তার পছন্দ মতো আর আমার সাধ্যমত চেস্টা করলাম জিসানরে সাজাতে।কিনে দিলাম একটা পকেট ওয়ালা প্যান্ট ও একটা গেঞ্জি। খেয়াল করলাম ওর পায়ে কোন সান্ডেলও নাই, সান্ডেলও কিনে দিলাম।শেষে জিসানকে জিগ্যেস করলাম কি খাবে জিসান সে বললো তেহেরী বিরিয়ানি খাবে,যার মধ্যে থাকবে গরুর মাংস। অনেক দিন থেকে নাকি খেতে ইচ্ছে করছে,এই কথা শুনে এবার আমার চোখ থেকে পানি ঝরতে শুরু করলো।কান্না চাপা দিয়ে জিসান কে হাজী বিরিয়ানিতে নিয়ে গিয়ে খাওয়ালাম তার পছন্দের তেহেরী।সাথে একটা ড্রিংকস এর কথা বলতেই জিসান বললো সে খাবে।জিসান খুব শান্তি করে খেল,তার খাওয়া দেখে মনটা তৃপ্তিতে ভরে গেল। মনে হলো এমন তৃপ্তি জীবনে খুব কম পেয়েছি।

সকলের কাছে অনুরোধ পথে ঘাটে এমন অনেক জিসান ঘুরে বেড়ায়, আসুন আমরা সবাই তাদের প্রতি একটু সহানুভূতিশীল হই।

ভাল থাকুক সকল জিসান, ভাল থাকুক সকল পথ শিশু❤ বদলে যাও বদলে দাওツ

No comments

Powered by Blogger.