- :-:ব্রেকিং নিউজ:-: -

-:-ব্রেকিং নিউজ-:----দৈনিক ঢাকা.২৪ অনলাইন নিউজ পোর্টালে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা,জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় ও প্রবাসী পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহীরা যোগাযোগ করুন। তার নাম ও ছবিসহ নিউজ প্রচার করা হবে।। DHAKA.24(দোহার নবাবগঞ্জ এর খবর)****অভিনন্দন নির্মল রঞ্জন গুহ সভাপতি, আওয়ামী সেচ্ছাসেবকলীগ। আফজাল বাবু সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

এবার আপনারাই বিবেচনা করেন এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স কেমন ছিল??

সারা বিশ্ব জুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল।
এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে অনেক খুশি, সাবেক গ্রেটরা, ক্রিকেট বিশ্লেষকরা নিজেদের টুইটে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের সেরা দল হিসেবে আখ্যায়িত করেছেন।
কিন্তু আমি বলব আমরা যে তিনটা ম্যাচ জিতেছে তার তিনটিতে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
প্রতিটা ম্যাচে ব্যাটিং দিয়ে তার পারফরমেন্সে ছিল সব থেকে দর্শনীয়। বলতে গেলে পুরো টুর্ণামেন্টে তিনি একাই খেলেছেন বাংলাদেশ দলের হয়ে।
পুরো টুর্নামেন্টে জোড়ে আমাদের কোন ম্যাচেই বোলিং ভালো হয় নাই। একটা ম্যাচেই বাংলাদেশ একটু ভালো বোলিং করেছিল সেই ম্যাচটিতে সাকিব আল হাসান ৫ উইকেট নিয়েছিলেন।
যে তিনটি ম্যাচে বাংলাদেশ জিতেছিল সেই ম্যাচ গুলোতে কেউ একজন সাপোর্ট দিয়েছিলেন ম্যাচ জিতেছি। একটা বিশ্বকাপ খেলতে একার পক্ষে সম্ভব না, দলীয় ৎপারফরম্যান্সটা প্রয়োজন।

বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান/পারফরম্যান্স।
…………………………………………………………………………
⭕ ১৯৯৯ সালের বিশ্বকাপে ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জয় এবং ৩ ম্যাচ হার।
পজিশন ১২ দলের মধ্যে ৯ম স্থান।

⭕ ২০০৩ সালের বিশ্বকাপে ৬ ম্যাচের মধ্যে কোন জয় নাই, ৫ ম্যাচ হার এবং ১ ড্র। পজিশন ১৪ দলের মধ্যে ১৩ম স্থান।

⭕ ২০০৭ সালের বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জয় এবং ৬ ম্যাচ হার।
পজিশন ১৬ দলের মধ্যে ৭ম স্থান।

⭕ ২০১১ সালের বিশ্বকাপে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জয় এবং ৩ ম্যাচ হার।
পজিশন ১৪ দলের মধ্যে ৯ম স্থান।

⭕ ২০১৫ সালের বিশ্বকাপে ৭ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জয়,৩ ম্যাচ হার এবং ১ ড্র।
পজিশন ১৪ দলের মধ্যে ৭ম স্থান।

⭕ ২০১৯ সালের বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জয়,৫ ম্যাচ হার এবং ১ ড্র।
পজিশন ১০ দলের মধ্যে ৮ম স্থান।

এবার আপনারাই বিবেচনা করেন এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স কেমন ছিল??

No comments

Powered by Blogger.