স্ত্রীকে ভালবাসুন- যখন সে আপনার চায়ে ছোট্র একটি চুমুক দেয়।
স্ত্রীকে ভালবাসুন- যখন সে আপনার চায়ে ছোট্র একটি চুমুক দেয়। কারণ, সে নিশ্চিত হতে চায় চা টি আপনার পছন্দ মত হয়েছে কিনা। স্ত্রীকে ভালবাসুন- যখন সে আপনাকে নামাজ পড়তে জোর করে। কারণ, সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়। স্ত্রীকে ভালবাসুন- যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ, সে চায় তাকে আপনার চোখে সব চেয়ে সুন্দর লাগুক। স্ত্রীকে ভালবাসুন- যখন তাকে সুন্দর দেখায়। কারণ, সে আপনারই, তাই প্রশংসা করুন। স্ত্রীকে ভালবাসুন- যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ, সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে। ভালো লাগলে কমেন্ট করুন। ++DHAKA.24++
No comments