- :-:ব্রেকিং নিউজ:-: -

-:-ব্রেকিং নিউজ-:----দৈনিক ঢাকা.২৪ অনলাইন নিউজ পোর্টালে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা,জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় ও প্রবাসী পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহীরা যোগাযোগ করুন। তার নাম ও ছবিসহ নিউজ প্রচার করা হবে।। DHAKA.24(দোহার নবাবগঞ্জ এর খবর)****অভিনন্দন নির্মল রঞ্জন গুহ সভাপতি, আওয়ামী সেচ্ছাসেবকলীগ। আফজাল বাবু সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য।

ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য।

★ ফরিদপুর জেলা প্রতিষ্ঠা লাভ করে ১৮১৫ সালে।
★ ফরিদপুর জেলার পুরাতন নাম ছিল ফতেহাবাদ।
★ ফরিদপুর জেলার নামকরণ করা হয় বিখ্যাত সূফী সাধক শেখ ফরিদের নামানুসারে।
★ ফরিদপুর জেলার মোট আয়তন ২০৫২.৮৬ বর্গকিলোমিটার।
★ ফরিদপুর জেলায় মোট জনসংখ্যা ১৯,৮৮,৬৯৭ জন(আদমশুমারি২০১১)
★ ফরিদপুর জেলায় প্রতি বর্গকিলোমিটারে লোক বাস করে ৯৩২ জন।
★ ফরিদপুর জেলায় উপজেলা ৯ টি যথা- সদর, সদরপুর,মধুখালি, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন।
★ ফরিদপুর জেলায় পৌরসভা ৬ টি,ইউনিয়ন ৮১ টি ও গ্রাম ১৮৯৯ টি।
★ ফরিদপুর জেলার স্বাক্ষরতার হার ৪৯.০ % ও স্বাক্ষরতা আন্দোলনের নাম "আলোর পথে"
★ ফরিদপুর জেলার উল্লেখযোগ্যা নদনদী- পদ্না, মধুমতি, আড়িয়াল খা, কুমার।
★ ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় জন্মগ্রহণ করেন বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ।
★ ফরিদপুর জেলার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ আবু জাফর।
★ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করে বিশিষ্ট চলচিত্র পরিচালক তারেক মাসুদ।
★ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালী চলচ্চিত্রকার মৃণাল সেন।
★ আলাউদ্দিন হুসেন শাহের আমলে নির্মিত ঐতিহাসিক সাতৈর মসজিদ ফরিদপুর জেলায় অবস্থিত।
★ ফরিদপুর জেলা মুক্তিযুদ্ধের সময় ২ ও ৮ নং সেক্টরের অধীনে ছিল।
★ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন পল্লী কবি জসীমউদ্দীন।
★ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত নওয়াব আবদুল লতিফ।
★ বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইন্সটিটিউট ফরিদপুর জেলায় অবস্থিত।

"""""সংগ্রহীত বিশিষ্ট  ব্যাক্তিবর্গ""""
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আলেম শামচুল হক (রহঃ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,খাঁন বাহাদুর আসাদুজ্জামান, খাঁন বাহাদুর ঈসমাইল হোসেন।অধ্যক্ষ আজাহারুল হক মোল্যা( সাবেক এমপি), বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ,বিশিষ্ট লেখক অধ্যাপক নুরুল মোনেম, আইনের বই লেখক ততকালীন বিখ্যাত মুসলিমলীগ নেতা এবং এম,এল,এ (এমপি) এম,এ ওয়াহিদ টেঁপু মিয়া, বিশিষ্ট লেখক খাঁন আশরাফ, এ,সি,আই এর মালিকগণঃ আসাফুদ্দৌলাহ ( সাবেক সচিব, বুদ্ধিজীবি ), আনিচুদ্দৌলাহ ও ফিরোজা বেগম (নজরু সঙ্গীত শিল্পী), মীর আক্তার হোসেন গ্রুপের দুই কর্ণধারঃ মীর আক্তার হোসেন এবং মীর নাসির হোসেন ( ইষ্টার্ন ব্যাংকের অন্যতম পরিচালক ), হামিম গ্রুপের কর্ণধার এ,কে আজাদ, পান্না গ্রুপের কর্ণধার লোকমান হোসেন, ভাষা সৈনিক শামচুল বারী মিয়া মোহন, বিশিষ্ট লেখক মোতাহার হোসেন, বিশিষ্ট ব্যক্তি হমায়ুন কবির উনার জামাতা ( ইন্ডিয়ার সবেক মন্ত্রী ), বিশিষ্ট ব্যক্তি আকবর কবীর উনার জামাতা ( সাবেক মন্ত্রী ), কবি জসিমউদ্দিন এর জামাতা ( সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ), কবি জসিমউদ্দিন এর আরেক জামাতা ( সাবেক সচিব এবং বর্তমান জ্বালানী উপদেষ্টা ) বিশিষ্ট ব্যক্তি মোহন মিয়া চৌধুরী উনার পুত্র (সাবেক মন্ত্রী ), বিশিষ্ট ব্যক্তি খন্দকার নুরু মিয়া উনার পুত্র ( এলজিআরডির প্রতিষ্ঠাতা এবং বর্তমান এলজিআরডি মন্ত্রী।
(সংগ্রহীত)

No comments

Powered by Blogger.