প্রত্যেক ঘরে কুরবানীর গোশত পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও অক্লান্ত-নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই তরুন সমাজ...!!!
আন্ধারকোঠা গ্রামের প্রত্যেক ঘরে কুরবানীর গোশত পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও অক্লান্ত-নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই তরুন সমাজ...!!!
নেতৃত্বে আছেন গ্রামের সুনামধন্য ব্যক্তিবর্গ এবং গালিমপুর ইউনিয়নের পরষ্পর দুবার নির্বাচিত সুযোগ্য সফল চেয়ারম্যান, আমাদের আন্ধারকোঠা গ্রামের গর্ব জনাব তপন মোল্লা...!!! তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের গ্রাম একটি আদর্শ গ্রামে পরিনত হয়েছে...!! তাই তাঁদের সকলের প্রতি রইলো সহস্র সালাম, সন্মান ও গভীর ভালোবাসা.....!!!!!
No comments