নবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যুDHAKA.24
MD SHARIFUL...........
নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা
ইউনিয়নের পশ্চিম পাতিলঝাপ গ্রামে এক বসত বাসায় মেইন রোডের সাথে বিদ্যুৎ এর মেইন লাইন সংলগ্ন অবস্থিত নারিকেল গাছের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারের স্পৃষ্টে হয়ে মো. মোয়াজ্জেম (৫৫) নামে এক দিনমজুরের মূত্যু হয়েছে বলে তার স্বজনরা জানায়।
নবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
সে উপজেলার কাসিমপুর গ্রামের মৃত মো. সদর আলীর পুত্র। স্থানীয়রা জানায়. মঙ্গলবার দুপুর ১২ টার সময় মোয়াজ্জেম নারিকেল গাছ ছাাঁটাই করার উদ্দেশ্যে গাছে উঠলে বিদ্যুৎ এর তারে ছোয়া লেগে ঘটনা
স্থলে তার মূত্যু হয়। এবং সে গাছপালার ডালা ছাটাই করার কাজ করত এবং সে চক সিংহরা গ্রামে দ্বিতীয় বিবাহ করে দীর্ঘ দিন যাবত শ্বশুর বাসায় বসবাস করে অাসছিলো। নবাবগঞ্জ থানার উপ- পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, লাশ ময়না তদন্ত করার জন্য মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হবেDHAKA.24
No comments