“দোহারে কোরআন অবমাননা কারী শুভ্রত আটক”
MD SHARIFUL....আয়েশা সিদ্দিকী, ঢাকা জেলা প্রতিনিধি :
ঢাকার দোহার থানায় ইসলাম ধর্মের সব চেয়ে পবিত্র গন্থ্য কোরআন ও ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করায় গতকাল রাত্রে নবম শ্রেনীর ছাত্র শুভ্রত মোদককে (১৩) আটক করেন দোহার থানা পুলিশ ।
শুভ্রত উপজেলার বৌ-বাজারের শম্ভু মোদকের ছেলে, এবং জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ।
গত শনিবার রাত্রে শুভ্রত যোগা্যোগ মাধ্যম ফেইসবুকে তিনি ইসলাম ও কোরআন নিয়ে বাজে মন্তব্য করেন । এতে মুহুত্বেই ভাইরাল হয়ে যায় শুভ্রতের ফেইসবুক একাউন্ট । এতে ক্ষোভে ফুসে উঠে ইসলাম ধর্মের অনুসারীরা ।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম লিটু (পি,পি,এম) বলেন, আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রজু করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরন করি ।.......
ঢাকার দোহার থানায় ইসলাম ধর্মের সব চেয়ে পবিত্র গন্থ্য কোরআন ও ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করায় গতকাল রাত্রে নবম শ্রেনীর ছাত্র শুভ্রত মোদককে (১৩) আটক করেন দোহার থানা পুলিশ ।
শুভ্রত উপজেলার বৌ-বাজারের শম্ভু মোদকের ছেলে, এবং জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ।
গত শনিবার রাত্রে শুভ্রত যোগা্যোগ মাধ্যম ফেইসবুকে তিনি ইসলাম ও কোরআন নিয়ে বাজে মন্তব্য করেন । এতে মুহুত্বেই ভাইরাল হয়ে যায় শুভ্রতের ফেইসবুক একাউন্ট । এতে ক্ষোভে ফুসে উঠে ইসলাম ধর্মের অনুসারীরা ।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম লিটু (পি,পি,এম) বলেন, আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রজু করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরন করি ।.......
No comments