- :-:ব্রেকিং নিউজ:-: -

-:-ব্রেকিং নিউজ-:----দৈনিক ঢাকা.২৪ অনলাইন নিউজ পোর্টালে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা,জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় ও প্রবাসী পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহীরা যোগাযোগ করুন। তার নাম ও ছবিসহ নিউজ প্রচার করা হবে।। DHAKA.24(দোহার নবাবগঞ্জ এর খবর)****অভিনন্দন নির্মল রঞ্জন গুহ সভাপতি, আওয়ামী সেচ্ছাসেবকলীগ। আফজাল বাবু সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

এই নিগুর রহস্যের কারনে শুধুমাত্র ছেলেরাই টাক মাথার অধিকারী হয়।মেয়েরা নয়।

MD SHARIFUL...........
আমাদের শরীর বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। আর এই কোষে থাকে ক্রোমোজোম যা আমাদের চারিত্রিক বৈশিষ্ঠ বহন করে। প্রতিটি মানুষের দেহে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২৩ নাম্বার ক্রোমোজোমটির নাম XY (এক্স-ওয়াই)। একজন মানুষ যদি পুরুষ হয় তবে তার এই ২৩ তম ক্রোমোজোমটি হয় XY (এক্স-ওয়াই)। এবং মেয়ে হলে হয় XX (এক্স-এক্স)। তাহলে ছেলেদের ক্রোমোজোমে একটি X এবং একটি Y থাকে। আর মেয়েদের ক্রোমোজোমে থাকে দুইটি X. মানুষের মাথায় টাকের বৈশিষ্ঠটি X ক্রোমোজোমের মধ্যে থাকে। যেহেতু,মেয়েদের ক্রোমোজোমে দুইটি X থাকে তাই তারা যেকোন একটি থেকে মাথার চুল পরার এই ক্ষতি পুষিয়ে নিতে পারে। আর ছেলেদের শুধু একটি X ক্রোমোজোম থাকায় টাকের বৈশিষ্ঠটি পুষিয়ে নিতে পারেনা। কোষের এই নিগুর রহস্যের কারনে শুধুমাত্র ছেলেরাই টাক মাথার অধিকারী হয়।মেয়েরা নয়। প্রকৃতির এই ব্যাপারটি সত্যিই অদ্ভুত থেকে অদ্ভুতুর DHAKA.24

No comments

Powered by Blogger.