- :-:ব্রেকিং নিউজ:-: -

-:-ব্রেকিং নিউজ-:----দৈনিক ঢাকা.২৪ অনলাইন নিউজ পোর্টালে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা,জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় ও প্রবাসী পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহীরা যোগাযোগ করুন। তার নাম ও ছবিসহ নিউজ প্রচার করা হবে।। DHAKA.24(দোহার নবাবগঞ্জ এর খবর)****অভিনন্দন নির্মল রঞ্জন গুহ সভাপতি, আওয়ামী সেচ্ছাসেবকলীগ। আফজাল বাবু সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

সৌদি আরবে হঠাৎ ধরপাকড় : যে কারনে বৈধ কাগজধারী প্রবাসীরাও আটক হচ্ছেন

MD SHARIFUL...অনেক দিন পর আবার চড়াও হলো সৌদি পুলিশ। এবার অবৈধদের পাশাপাশি তারা মাঠে নেমে আরো গভীর ভাবে প্রবাসীদের কাগজপত্র দেখছেন। ইতিমধ্যে খবর এসেছে অবৈধদের পাশাপাশি বৈধ কাগজধারীরাও আটক হচ্ছেন। কিন্তু কারন কি? সর্বশেষ খবরে জানা গেছে, সৌদি আরবের শুধু দাম্মামেই গত তিন দিনে ১৩৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। বৈধ কাগজপত্র থাকলেও অনুমতিহীন কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ফায়সাল আহমেদ। সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আটককৃতরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন। সৌদি প্রবাসীরা নিয়োগদাতার সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে অনেকেই পেশার বাইরে কাজ করে থাকেন। যাকে ফ্রি ভিসা বলে থাকেন প্রবাসী শ্রমিকরা। তবে তা সৌদি শ্রম আইনে দণ্ডনীয় অপরাধ। এতে শ্রমিক ও নিয়োগকর্তার ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ফায়সাল আহমেদ জানান, তৃতীয় মেয়াদে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ না হলেও আটককৃতরা সাধারণ ক্ষমার আওতায় পড়ছে না। তাদের নিয়োগকর্তা যোগাযোগ না করায় তাদেরকে ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেয়া হতে পারে বলে জানান এই কর্মকর্তা। সৌদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফুয়াজ নাসের আল কাতানি নিউজ আই টোয়েন্টিফোরকে জানান, হজপরবর্তী প্রতি বছরের মতো এবারও হজে এসে অবৈধভাবে থেকে যাওয়া প্রবাসীদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান চলবে আরও এক মাসের বেশি সময়।.......DHAKA.24

No comments

Powered by Blogger.