![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxl2qA0zIpmT4VMGc4zmp4gNmggs9iwEtK6TI5q5hz-NgR9EMeco-RbA33-Ejro_2EEndjZOWnDaLRALO8HbiToQOCnyyo65mQiyvIrPkaMS4dXbo5vmMOwO8e3q5paZ6_Mvtthuaa67w/s1600/16831220_774084326072768_1535785200_n-409x420.jpg)
দোহারে অতি শীঘ্রই উদ্ভোধন হতে যাচ্ছে “নিউ টমটম পরিবহণ” নামে নতুন বাস সার্ভিস। যার ব্যবস্থাপনায় রয়েছে দোহার নবাবগঞ্জ পরিবহণ প্রাইভেট লিমিটেড। জানা গেছে নতুন এই পরিবহণ দোহার-নবাবগঞ্জ-শোল্লা-সরাইল-হেমায়েতপুর রোডে চলাচল করবে। দোহার নবাবগঞ্জ পরিবহণ প্রাইভেট লিমিটেড সুত্রে জানা গেছে অতি শীঘ্রই নতুন এ বাস সার্ভিসটি চালু হবে। ইত্যমধ্যে রোড পারমিটসহ সকল কার্যকর্ম শেষ পর্যায়ে এসে পৌছেছে। তবে ঠিক কবে নাগাদ নতুন এ সার্ভিসটি চালু হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
No comments