![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnUN_XRdGiwTPAyC5BP5qjjke5QPxVGys_8BUz0i8_9w046wxq-yMoldl-LU6-aZH0IlyEvM7oK25z0omS8_n8ccgBvh0BSYV0UE5DNN0g5tpV18RkJ-mcuDOVM_LwuLYHD0rQQDOhj7U/s1600/AAA.jpg)
বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমরা, আমাদের দেশ চেস্টা করছি সমান তালে পথ চলতে। সরকার তার সাধ্যের হয়তো সবটুকু দিচ্ছেন একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায়। ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যাচ্ছি প্রযুক্তিতেও। কিন্তু এতকিছুর পরও সমাজের সবাই এগুতে পারেনি সমানভাবে। প্রতিযোগিতামূলক বিশ্ব আর ব্যক্তি স্বার্থের ক্রমবিকাশ অথবা নিয়তের নির্মম পরিহাস, আমাদের কোন কোন বন্ধুকে হয়ত ছুড়ে ফেলেছে দাড়িদ্র সীমার নিচে। ভালবাসায় পুস্ট সেইসব প্রানের বন্ধুদের সুখ স্বপ্ন পুরনে, তাদের পাশে থাকতে বরাবরি আমাদের প্রান ব্যাকুল হয়। তাই আজ ৯-১২-২০১৬ ইং তারিখে, বিদ্যালয় পেরোনোর প্রায় ১৯-২০ বছর পর এই কল্পনা ও স্বপ্নকে সাংগঠনিক রুপ দিয়ে অতিতের সেই উদ্দাম স্নেহ, প্রীতি, আর মমত্ববোধ চিরন্তন করে সবাই একই কাতারে দাড়ানোর জন্য আমাদের এই প্রয়াস।আজ থেকে ৫-৭ বছর পর আমরা সমাজে মাথা উঁচু করে, গর্ব ভরে, বুক চিতিয়ে বলতে চাই - আমাদের ১৯৯৭ শিক্ষাবর্ষের এমন কোন বন্ধু নেই যে দাড়িদ্র সীমার নিচে বাস করে, এমন কোন বন্ধু নেই যার সন্তান পয়সার অভাবে লেখা পড়া করতে পারছে না। কারো মা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না। এমন কোন বন্ধু নেই যে অহেতুক মামলায় হয়রানির স্বীকার হচ্ছে। আমরা বন্ধু মংগল '৯৭ এর সকল বন্ধু তার সাথে আছি, পাশে আছি, তার সমস্যা শুধুই তার একার সমস্যা নয়, আমাদের সামস্টিক সমস্যা। আমাদের এক জনের কস্ট যেমন সবার কস্ট। তেমনি একের সুখ আমরা সবাই ভাগ করে নিতে চাই। আমরা হারতে আসিনি, জয় আমাদের হবেই। স্বপ্ন পুরনের আশায়, ‘’বন্ধুত্বের সুতোয় বাঁধিব সাম্য” এই শ্লোগানকে বুকে ধারন করে বন্ধু মঙ্গল '৯৭ এর যাত্রা শুরু।
No comments